ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে মাদক বৃদ্ধি : গ্রেফতার-৬
ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে মাদক বৃদ্ধি পেয়েছে । জেলা শহরের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ঘটছে মাদকের সাথে সম্পর্কযুক্ত নানা ঘটনা । এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের ঘটনাও ঘটছে । এতে বেশ কিছু মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয় । বিশেষ করে কিশোর- যুবক মাদকসেবী বাড়ছে । এতে করে জেলার বিভিন্ন এলাকার অভিভাবকেরা দুশ্চিন্তায় পরেছেন । অনেক সময় কিশোর- যুবকেরা পুলিশের হাতে ধরার পরার পর জানা যায় তাদের মাদক সেবানের বিষয়টি ।
এরই ধারাবহিকতায় গত বুধবার সদর থানার ছোট খোচাবাড়ী এলাকায় দিনাজপুর টু ঠাকুরগাঁওগামী গেটলক পরিবহনে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে । এ সময় ১ হাজার ২শ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন সহ বালিয়াডাঙ্গী উপজেলার বড় বাড়ি গ্রামের হায়দার আলীর ছেলে দারাজুল ইসলাম( ২৫) কে গ্রেফতার করা হয় । গত বৃহস্পতিবার পৌর শহরের শান্তিনগর এলাকায় ট্রাক্সফোর্স অভিযান পরিচালনাকালে ৪৫০ পিস ইয়াবাসহ ওই এলাকার মৃত নিমাই চাঁদ রায়ের ছেলে শ্যামল কুমার রায়( ৪৫) কে গ্রেফতার করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
অপরদিকে সদর থানা পুলিশ গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার সাদেক হোটেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন । এ সময় একটি কক্ষ থেকে মাদকদ্রব্য ২৫ পিস টেপেনটাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয় । সদর থানার এসআই( নি) মো কামাল হোসেন এ ঘটনায় পৌর শহরের শাহপাড়া নিশ্চিন্তপুর মহল্লার আব্দুল আওয়ালের ছেলে মো ফয়সাল( ২৪), শান্তিনগর এলাকার এমদাদুল হকের ছেলে মো সাদেকুল ইসলাম ওরফে সুজন( ৩৭) ও সদর উপজেলার ভুল্লী থানার মাদারগঞ্জ এলাকার মৃত আনিসুর রহমান আনিসের ছেলে মো রবিউল ইসলামকে আসামী করে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন । এ ঘটনায় উল্লেখিত ৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয় ।
এছাড়াও সদর উপজেলার গড়েয়া বাজার এলাকায় সদর থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে । এ সময় একটি বাড়িতে তল্লাশী চালিয়ে ৮৫পিস মাদকদ্রব্য ট্যাপল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করে । পরে এ ঘটনায় সদর থানার এসআই( নি) হিরনময় চন্দ্র রায় বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন । মাদকদ্রব্য বিক্রির দায়ে মামলার ১ম আসামী গড়েয়া চোঙ্গাখাতা গ্রামের আসাদুজ্জামানের ছেলে অপূর্ব রানা( ২০) কে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয় । মামলার অপর আসামী মো সোহেল খান( ৩০, মিলন( ২৫) ও মো নুরু( ৩০) পলাতক রয়েছেন ।