নৈর্ব্যক্তিক
আমি কিংবদন্তির কথা বলছি mcq
আমি কিংবদন্তির কথা বলছি mcq: আবু জাফর ওবায়দুল্লাহ’র লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ “আমি কিংবদন্তির কথা বলছি” এর নাম কবিতা এটি। “কিংবদন্তি” শব্দের অর্থ জনশ্রুতি। অর্থাৎ লোক পরম্পরায় শোনা এবং বলা বিষয় যা একটি জাতির ঐতিহ্যের পরিচয় বহন করে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মানুষের উপরে অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে। সেই অত্যাচারের আঘাত যে এখনো আছে রক্ত জবার মতো আছে উদাহরণ দিয়ে তা বোঝানো হয়েছে। শত্রুরা কাপুরুষের মত শতাব্দী ধরে আমাদের পিছন থেকে আক্রমণ করেছে যার ক্ষত এখনো আমাদের পিঠে রয়েছে।
আমি কিংবদন্তির কথা বলছি mcq ভালোভাবে পড়ার আগে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূলভাব বা ব্যাখ্যা পড়ে নিতে হবে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূলভাব পড়লে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর পড়ার আগে আমি কিংবদন্তির কথা বলছি mcq গুলো পড়লে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে।
আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে মানুষের মুক্তির দীপ্ত ঘোষণার কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার প্রেক্ষাপট হলো বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস। বাঙালি জাতির সংগ্রাম, বিজয় ও মানবীয় উদ্ভাসনের বিষয় এই কবিতায় কবি বারবার মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছেন।
কবি আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বাংলার ইতিহাস, মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার কৃষিজীবী মানুষের লড়াই করে টিকে থাকার ইতিহাস তুলে ধরেছেন। তাছাড়া আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় আবু জাফর ওবায়দুল্লাহ মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা বলেছেন। অর্থাৎ দেশকে স্বাধীন করার জন্য মা, বোন, ভাই সবাইকে দূরে রেখে দেশের পক্ষে লড়াই করা এক মহৎ গুণ। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাংলার সন্তানেরা পরিবার থেকে দূরে গিয়ে যেভাবে সংগ্রাম করেছিল তার ইতিহাস এখানে তিনি তুলে ধরেছেন।
আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ব্যাখ্যা হল এই কবিতায় বাংলার মানুষের হাজার বছরের ইতিহাস ও সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। তাছাড়া বাংলার মানুষের উপর অবিচার অত্যাচারের ইতিহাসও তুলে ধরা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা যে অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন তার ক্ষত এখনো রয়েছে। সেই অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে সংগ্রাম করে কিভাবে তারা মুক্তি লাভ করেছে, সেই ইতিহাস আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি গদ্য ছন্দে রচিত। প্রচলিত ছন্দের বাইরে গিয়ে এটি একটি প্রাকৃতিক বা স্বাভাবিক ছন্দ।
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমি কিংবদন্তির বলছি কবিতার mcq ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ব্যাখ্যা অথবা জ্ঞানমূলক প্রশ্ন পড়ার পরে আমি কিংবদন্তির কথা বলছি mcq প্রশ্নগুলো পড়া অত্যন্ত জরুরি। কারণ সৃজনশীল প্রশ্ন তে ভালো নম্বর পেতে আমি কিংবদন্তির কথা বলছি mcq পড়তে হবে।
আমি কিংবদন্তির কথা বলছি mcq
আমি কিংবদন্তির কথা বলছি কবিতার mcq প্রশ্নের উত্তর গুলো জেনে নেওয়া যাক। সঠিক উত্তরটি বাম পাশে টিক (✓) চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এমসিকিউ প্রশ্ন উত্তর গুলো পড়ে আশা করি উপকৃত হবেন।
০১. আমি কিংবদন্তির কিংবদন্তির কথা বলছি কার লেখা?
✓(ক) আবু জাফর ওবায়দুল্লাহ
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) জসীমউদ্দীন
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
০২. আবু জাফর ওবায়দুল্লাহর জন্মতারিখ নিচের কোনটি?
(ক) ৮ ফেব্রুয়ারি, ১৯৩৩
(খ) ৯ ফেব্রুয়ারি, ১৯৩৩
✓(গ) ৮ ফেব্রুয়ারি, ১৯৩৪
(ঘ) ফেব্রুয়ারি, ১৯৩৪
০৩. আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?
✓(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) রাজশাহী
(গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
(ঘ) খুলনা বিশ্ববিদ্যালয়
০৪. আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) কাব্য ছন্দে রচিত
(খ) গল্পঃ ছন্দে রচিত
✓(গ) গদ্য ছন্দে রচিত
(ঘ) মিলিত ছন্দে রচিত
০৫. রাষ্ট্রভাষা আন্দোলন এবং সে বিষয়ে সাহিত্য রচনায় বিশেষ অবদান রাখায় আবু জাফর ওবায়দুল্লাহ কী লাভ করেন?
✓(ক) একুশে পদক
(খ) স্বাধীনতা পুরস্কার
(গ) বাংলা একাডেমি পুরস্কার
(ঘ) আদমজী পুরস্কার
০৬. আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ কী ধরনের রচনা?
(ক) উপন্যাস
(খ) নাটক
✓(গ)কাব্যগ্রন্থ,
(ঘ)গল্পগ্রন্থ
০৭. আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৯শে মার্চ
(খ)২০০০ খ্রিস্টাব্দের ১৯শে মার্চ
✓(গ)২০০১ খ্রিস্টাব্দের ১৯শে মার্চ
(ঘ) ২০০২ খ্রিস্টাব্দের ১৯শে মার্চ
৮. কবির পূর্বপুরুষের পলিমাটির সৌরভ ছিল কোথায়?
(ক) লৌহখণ্ডে
✓(খ) করতলে
(গ) শস্যদানায়
(ঘ) রক্তজবায়
৯. আমি কিংবদন্তের কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি?
(ক) মিছিল
✓(খ) সংগ্রাম
(গ) মিটিং
(ঘ) হরতাল
১০. “তার করতলে পলিমাটির সৌরভ ছিল’— চরণটিতে কোন বিষয় ইঙ্গিত করা হয়েছে?
✓(ক) কৃষিনির্ভর সমাজ
(খ) পরাধীন সমাজ
(গ) শোষিত পূর্বপুরুষ
(ঘ) অতীত ঐতিহ্য
১১. ‘তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল’— ‘আমি কিংবদন্তির কথা বলছি কবিতার চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের –
(ক) দাসত্ব
(গ) ভূমিনির্ভরতা
(খ) শ্রমনিষ্ঠা
✓(ঘ) মৃত্তিকাসংলগ্নতা
১২. ‘তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’— এ চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে?
✓(ক) কবির পূর্বপুরুষের
(গ) মুক্তিযোদ্ধাদের
(খ) বাংলার কৃষকদের
(ঘ) কবির পিতার
১৩. ‘শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠিতলে ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে……।’ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন চরণের ভাবসত্যের সাথে উদ্দীপকের কথাগুলো সংগতিপূর্ণ ?
✓(ক) পতিত জমি আবাদের কথা বলতেন
(খ) তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
(গ) আমি আমার পূর্বপুরুষের কথা বলছি
(ঘ) কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা
১৪. “তিনি কবি ও কবিতার কথা বলতেন’- উক্তিটি দ্বারা কবির পূর্বপুরুষদের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়?
✓(ক) সৃজনশীল
(খ) বিদ্রোহী
(গ) সংগ্রামী
(ঘ) উদার
১৫. কবির পূর্বপুরুষরা কবিতার প্রতি অনুরক্ত ছিলেন কেন?
(ক) বিপ্লবী ছিলেন বলে
✓(খ) সৃষ্টিশীল ছিলেন বলে
(গ) কবিতাপ্রেমী ছিলেন বলে
(ঘ) পরিশ্রমী ছিলেন বলে
১৬. কবিতা’কে কবি কী বলে অভিহিত করেছেন?
(ক) অতিক্রান্ত পাহাড়
(খ) পলিমাটির সৌরভ
(গ) উনুনের আগুন
✓(ঘ) কর্ষিত জমির শস্যদানা
১৭. কবির মতে, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কী?
(ক) গান
✓(খ) কবিতা
(গ) স্লোগান
(ঘ) গদ্য
১৮. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কেন কবিতা হয়ে ওঠে?
✓(ক) স্বপ্ন ও বাস্তবতার মিলনে
(খ) অতিবাস্তবতার কারণে
(গ) কৃষকের শ্রমের জন্য
(ঘ) স্বপ্ন ও কল্পনার মিলনে
১৯. কর্ষিত জমির প্রতিটি শস্যদানাকে ‘কবিতা’ বলে অভিহিত করা হয়েছে কেন?
(ক) কবিতা আত্মার আর শস্য দেহের ক্ষুধা নিবারক
(খ) কবিতাও শস্যের মতো দেহমনের উদ্দীপক
✓(গ) জীবন রক্ষাকারী সৃষ্টিশীল উপকরণ বলে
(ঘ) জীবন রক্ষায় কবিতা ইতিবাচক বলে গণ্য
২০. শস্যসম্ভার কখন মানুষকে সমৃদ্ধ করবে?
(ক) প্রতিনিয়ত ফসলের পরিচর্যা করলে
(খ) করজোেড় করে বৃষ্টি প্রার্থনা করলে
✓(গ) কর্ষণ করে জমির উর্বরতা বৃদ্ধি করলে
(ঘ) আলস্য ত্যাগ ও কঠোর পরিশ্রম করলে
২১. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?
(ক) উচ্চারিত সত্য
(খ) অরণ্য এবং শ্বাপদের কথা
(গ) প্রবহমান নদীর কলতান
✓(ঘ) ঝড়ের আর্তনাদ
২২. যে কবিতা শুনতে জানে না সে কীসের অধিকার থেকে বঞ্চিত হবে?
(ক) মানবিকতার
✓(খ) দিগন্তের
(গ) স্বাধীনতার
(ঘ) শৃঙ্খলার
২৩. কে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে?
(ক) যে কবিতা পড়তে জানে না
✓(খ) যে কবিতা শুনতে জানে না
(গ) যে কবিতা লিখতে জানে না।
(ঘ) যে কবিতা বুঝতে জানে না।
২৪. যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?
(ক) অত্যাচারিত
(খ) নিপীড়িত
(গ) অবহেলিত
✓(ঘ) ক্রীতদাস
২৫. কবি উচ্চারিত সত্যের মতো কীসের কথা বলছেন?
(ক) প্রত্যাশার
✓(খ) স্বপ্নের
(গ) আশার
(ঘ) ইচ্ছার
২৬. ‘একটি উজ্জ্বল জানালার কথা বলছি’— এখানে ‘উজ্জ্বল জানালা’ কীসের প্রতীক?
(ক) স্বাধীনতার সূর্য
(খ) জ্ঞানের পূর্ণ বিকাশ
(গ) চিন্তার স্বাধীনতা.
✓(ঘ) মুক্ত জীবনের প্রত্যাশা
২৭. ‘উনোনের আগুনে আলোকিত চরণটি দ্বারা কী বোঝায়?
(ক) সংগ্রামী জীবন
(খ) আত্মজাগরণ
✓(গ) পরিশুদ্ধ জীবন
(ঘ) চুলার আগুনে আলোকিত
আমি কিংবদন্তির কথা বলছি mcq
২৮. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় উজ্জ্বল জানালার অনুষঙ্গ ব্যবহৃত হয়েছে কেন ?
✓(ক) মুক্তজীবনের প্রত্যাশা জানাতে
(খ) আনন্দের উচ্ছ্বাস বোঝাতে
(গ) সকল গ্লানি ঝেড়ে ফেলতে
(ঘ) শুচিশুদ্ধ হওয়ার জন্য
২৯. ‘প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে’ কথাটি কে বলতেন?
✓(ক) মা
(খ) ভাই
(গ) পূর্বপুরুষ
(ঘ) ক্রীতদাস
৩০. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
(ক) জীবনের আরেক নাম নদী
(খ)নদী কবিতার মতো সৃষ্টিশীল
✓(গ)গতিময়তাই জীবনের ধর্ম
(ঘ) কবিতার ছন্দ আর নদীর গতি সমান্তরাল
৩১. যে কবিতা শুনতে জানে না সে কার সঙ্গে খেলা করতে পারে না?
(ক) সন্তানের
(খ) পাখির
(গ) বন্ধুর
✓(ঘ) মাছের
৩২. ‘আমি বিচলিত স্নেহের কথা বলছি’ এখানে বিচলিত অর্থ কী?
(ক) চলমানহীনতা
(খ) নিত্যতা
✓(গ) উদ্বিগ্ন
(ঘ) উচ্চারণযোগ্য
৩৩. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘বিচলিত স্নেহ’ বলতে কবি কী বুঝিয়েছেন?
(ক) কপট মায়া
(খ) লোকদেখানো আদর
✓(গ) আপনজনের উৎকণ্ঠা
(ঘ) সন্ত্রস্ত ভালোবাসা
৩৪. ‘গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি – এর পরের লাইন কোনটি? –
(ক) ভালোবাসা দিলে মা মরে যায়
(খ) যুদ্ধ আসে ভালোবেসে
(গ) মায়ের ছেলেরা চলে যায়
✓(ঘ) আমি আমার ভালোবাসার কথা বলছি
৩৫. মায়ের চেয়ে দেশ বড়’— ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বক্তব্যটির সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?
(ক) আমি আমার পূর্বপুরুষের কথা বলছি
(খ) আমি আমার ভালোবাসার কথা বলছি
✓(গ) ভালোবাসা দিলে মা মরে যায়
(ঘ) আমি কবি এবং কবিতার কথা বলছি
৩৬. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘ভালোবাসা দিলে মা মরে যায়’— চরণটির তাৎপর্য কী?
(ক)মায়ের ছেলেদের চলে যাওয়া
(খ) ছেলের জন্য মায়ের উৎকণ্ঠা
(গ) মায়ের গল্প শুনতে না পারা
✓(ঘ) দেশের জন্য সন্তানের মায়াত্যাগ
৩৭. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় কেন?
(ক) ব্যক্তি মা হওয়ায়
(খ) যুদ্ধের কারণে
(গ) সকলের মা হয়ে ওঠার
✓(ঘ) দেশমাতৃকার প্রয়োজনে ম
৩৮. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কীভাবে যুদ্ধ আসার কথা বলা হয়েছে?
✓(ক) ভালোবেসে
(খ) অভিমানে
(গ) অত্যাচারে
(ঘ) ঘৃণায়
৩৯. ‘যুদ্ধ আসে ভালোবেসে – এর তাৎপর্য ধারণ করে কোনটি?
(ক) পরাধীনতায় অধিকার অর্জিত হয় যুদ্ধেই
✓(খ) যুদ্ধ আসে বলেই দেশের প্রতি মমত্ব জন্মে
(গ) মানবীয় প্রেম অপ্রচ্ছন্ন থাকে যুদ্ধ না এলে
(ঘ) ‘যুদ্ধ’ ও ‘ভালোবাসা’ বিপরীত ধর্মীয় হলেও সমার্থক
৪০. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি কার যুদ্ধের কথা বলেছেন?
(ক) বাবার
(খ) নিজের
(গ) পূর্বপুরুষের
✓(ঘ) ভাইয়ের
৪১. সন্তানের জন্য কে মরতে পারে না?
✓(ক) যে কবিতা শুনতে জানে না
(খ) যে দেশকে ভালোবাসে না
(গ) যে সন্তানকে ভালোবাসে না
(ঘ) যে সাহসী হতে পারে না
৪২. যে কবিতা শুনতে জানে না সে কী জানে না?
(ক) সে নদীতে ভাসতে পারে
(খ) সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে
✓(গ) সে সন্তানের জন্য মরতে পারে না
(ঘ) সে সূর্যকে হূৎপিণ্ডে ধরে রাখতে পারে
৪৩. যে কবিতা শুনতে পারে না সে ভালোবেসে কোথায় যেতে পারে না?
(ক) মিছিলে
(খ) গ্রামে
(গ) বিদেশে
✓(ঘ)যুদ্ধে
৪৪. কেন মানুষ ভালোবেসে যুদ্ধে যেতে পারে না?
✓(ক) কবিতার ব্যঞ্জনা জানা নেই বলে
(খ) কবিতার আকৃতি জানে না বলে
(গ) কবিতার মর্মার্থ জানা নেই বলে
(ঘ) কবিতার বিপ্লবী ভাব বোঝে না বলে
৪৫. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটির প্রেক্ষিতে ‘অধীন দেশের বাঁধন বেদন’ কে ছিন্ন করতে পারে—
(ক) যে ছবি আঁকতে জানে
✓(খ) যে কবিতা শুনতে জানে
(গ) যে গান গাইতে পারে
(ঘ) যে নৌকা চালাতে জানে
৪৬. যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না?
(ক) হাতে
✓(খ) হৃৎপিণ্ডে
(গ) মাথায়
(ঘ) অন্তরে
৪৭. সূর্যকে হৃৎপিন্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পেয়েছে?
(ক) প্রজ্বলিত
(খ) শোষণের
✓(গ) স্বাধীনতার
(ঘ) শাসকের
৪৮. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কোন পক্তিটি বারংবার প্রয়োগ করেছেন কবি?
(ক) আমি কবি ও কবিতার কথা বলছি
✓(খ) আমি কিংবদন্তির কথা বলছি
(গ) ভালোবাসা দিলে মা মরে যায়।
(ঘ) আমি বিচলিত স্নেহের কথা বলছি
৪৯. আমাদের পূর্বপুরুষের পিঠে কীসের মতো ক্ষত ছিল?
(ক) কৃষ্ণচূড়া
(খ) শিমুল
(গ) পলাশ
✓(ঘ) রক্তজবা
৫০. পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল। কারণ তিনি—
✓(ক) ক্রীতদাস ছিলেন
(খ) শিকারি ছিলেন
(গ) পশুর দ্বারা আক্রান্ত হয়েছিলেন।
(ঘ) অস্ত্রের আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।
৫১. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় আমাদের পূর্বপুরুষদের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল কেন?
(ক) তারা যোদ্ধা ছিলেন বলে
✓(খ) তারা ক্রীতদাস ছিলেন বলে
(গ) তারা নিপীড়িত ছিলেন বলে
(ঘ) তারা অভিশপ্ত ছিলেন বলে
৫২. মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে কোন পক্তিটিতে?
(ক) সূর্যকে হূৎপিণ্ডে ধরে রাখতে পারে না।
✓(খ) তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।
(গ) সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে
(ঘ)সে ঝড়ের আর্তনাদ শুনবে
৫৩. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি রক্তজবার মতো ক্ষত বলতে কীসের ক্ষত বুঝিয়েছেন?
✓(ক) পূর্বপুরুষদের অত্যাচারিত হওয়ার
(খ) পূর্বপুরুষদের আঘাতপ্রাপ্ত হওয়ার
(গ) পূর্বপুরুষদের নির্যাতিত হওয়ার
(ঘ) পূর্বপুরুষদের নিপীড়িত হওয়ার
৫৪. “আমার বৃদ্ধ পিতার শরীরে এখন পশুদের প্রহারের চিহ্ন।’ এ কথাটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন চরণের সাথে সাদৃশ্য নির্দেশ করে ?
(ক) আমি আমার পূর্বপুরুষের কথা বলছি
(খ) তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
(গ) তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন
✓(ঘ) তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষতচিহ্ন
৫৫. রফিক তার বাসার কাজের মানুষটির ওপর অমানবিক নির্যাতন করে। “আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় অনুরূপ নির্যাতনের চিত্র ফুটে উঠেছে কোন চরণে?
(ক) তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
✓(খ) তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।
(গ) সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা
(ঘ) রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা
৫৬. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করে?
(ক) যে মৎস্য পালন করে
✓(খ) যে কর্ষণ করে
(গ) যে গাভির পরিচর্যা করে
(ঘ) যে উপকার করে
৫৭. ‘মৎস্য লালনকারীকে প্রবহমান নদী পুরস্কৃত করবে’ এ উক্তির অন্তর্নিহিত চিরায়ত সত্য কোনটি ?
(ক) নদী বাঁচলে আমরা বাঁচব
(খ) নিষেধাজ্ঞা মানলে সুফল পাওয়া যায়
(গ) ত্যাগেই ভোগের সামগ্রী সুলভ হয
✓(ঘ) দানে প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠিত হয়
৫৮. “আমি কিংবদন্তির কথা বলছি’— কবিতায় জননীর আশীর্বাদে কে দীর্ঘায়ু হবে?
(ক) যে কর্ষণ করে
(খ) মৎস্য লালনকারী
✓(গ) গাভির পরিচর্যাকারী
(ঘ) লৌহখণ্ড প্রজ্বলনকারী
৫৯. যে গাভীর পরিচর্যা করে তার পরের চরণ কোনটি?
(ক) প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে
(খ) ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে
✓(গ) জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে
(ঘ) শস্যের ভান্ডার তাকে সমৃদ্ধ করবে
আমি কিংবদন্তির কথা বলছি mcq
৬০. ‘আমি কিংবদন্তির কথা বলছি’— কবিতায় ইস্পাতের তরবারি যাকে সশস্ত্র করবে, সে হলো— —
✓(ক) লৌহখণ্ড প্রজ্বলনকারী
(খ) মৎস্য লালনকারী
(গ) গাভির পরিচর্যাকারী
(ঘ) কর্ষণকারী
৬১. আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি যে পুত্রগণের কথা বলেছেন তারা কেমন?
✓(ক) দীর্ঘদেহ
(খ) খর্বদেহ
(গ) স্থূলদেহ
(ঘ) সূক্ষ্মদেহ
৬২. ‘কলমের সাথে আজ কবির দুর্জয় হাতে নির্ভুল স্টেনগান কথা বলে।’ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন চরণটি উদ্দীপকের কথাটিকে সমর্থন করে ?
(ক) ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে
✓(খ) সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা
(গ) রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা
(ঘ) জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা
৬৩. ‘আমি যেখানেই থাকি, যেমনি থাকি, সর্বদা মনে বাংলাদেশকেই লালন করি’– উল্লিখিত অংশ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন মনোভাবকে উপস্থাপন করে?
✓(ক) শেকড়সন্ধানী
(খ) প্রকৃতি চেতনা
(গ) দেশদরদি
(ঘ) স্বাধীনতার
৬৪. ‘রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা’ চরণটিতে কী প্রকাশিত হয়েছে?
(ক) অতীতের কষ্ট
(খ) স্বপ্নপূরণ
✓(গ) দৃপ্ত শপথ
(ঘ) নতুন অঙ্গীকার
৬৫. ‘আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব’ চরণটিতে কবিমনের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
(ক) ভীতি
✓(খ) সংশয়
(গ) শঙ্কা
(ঘ) হতাশা
৬৬. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার শুরুতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
(ক) বাঙালির দাসত্বের মাত্রা
(খ) জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্য
(গ) দেশের প্রতি ভালোবাসা
✓(ঘ) বাংলার হাজার বছরের ইতিহাস
৬৭. নিচের কোনটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার চরণ নয়?
(ক) যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে (খ) আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি
✓(গ) আমি আমার উত্তরসূরিদের কথা বলছি
(ঘ) আমি কবি ও কবিতার কথা বলছি
৬৮. হাসিবের দাদা-নানারা ছিলেন ইতিহাস ও ঐতিহ্য সচেতন।— এমন সচেতনতা নিচের কোন কবিতায় পরিলক্ষিত হয়?
(ক) সেই অস্ত্র
(খ) লোক-লোকান্তর
✓(গ) আমি কিংবদন্তির কথা বলছি
(ঘ) রক্তে আমার অনাদি অস্থি
৬৯. ‘নাফিসার পূর্বপুরুষ ছিল ইতিহাস ও ঐতিহ্য সচেতন।’ এই বক্তব্যের সঙ্গে তোমার পঠিত কোন কবিতার মিল রয়েছে?
(ক) রক্তে আমার অনাদি অস্থি
✓(খ) আমি কিংবদন্তির কথা বলছি
(গ) এই পৃথিবীতে এক স্থান আছে
(ঘ) নূরলদীনের কথা মনে পড়ে যায়।
৭০. আবু জাফর ওবায়দুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
✓(ক) বহেরচর-ক্ষুদ্রকাঠি
(খ) শিলচর-ক্ষুদ্রকাঠি।
(গ) বহেরচর-বড়কাঠি
(ঘ) শিলচর-বড়কাঠি
আমি কিংবন্তির কথা বলছি কবিতার mcq গুলো পরে আশা করি উপকৃত হয়েছেন। ধন্যবাদ।
২ নম্বরে গ উত্তর হবে।
ওকে ভাইয়া, দেখতেছি।
২৫ নম্বরের খ উত্তর হবে,,
সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি
২ এর খ, এবং ২৫ এর ও খ উওর হবে
ধন্যবাদ ভাইয়া ঠিক করা হয়েছে
অনেক অনেক ধন্যবাদ
সৃজনশীল প্রশ্ন গুলো দেন ভাই