শেষ রাতে হঠাৎ শিলা বৃষ্টিতে দোয়ারাবাজার উপজেলার এসব গ্রামে ১৩ হেক্টর জমির ৪ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন সহস্রাধিক কৃষক।
দোয়ারাবাজারে শিলা বৃষ্টির আট ঘণ্টা পরও এভাবে বরফ জমে থাকতে দেখা যায়। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
বোধবার শেষ রাতে হঠাৎ শিলা বৃষ্টিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর, সুরমা ,লক্ষ্মীপুর বোগলা, সহ অনেক ইউনিয়নের অন্তত ২০টি গ্রামে পেঁয়াজ, রসুন, গমসহ বিভিন্ন উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তিন শতাধিক বাড়ি ঘরের টিন শিলার আঘাতে ছিদ্র হয়ে বসবাসের অনুপযোগী হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেতে এক কৃষক
এসব ইউনিয়নের বরকতনগর , গৌজাউড়া , জিয়াপুর, খাগুরা, মিরপুর,শিমনতলা ,সহ বিস্তৃত এলাকায় মাঠের পেঁয়াজ, রসুন, গম, কলাগাছ, বিভিন্ন সবজি ক্ষেত ব্যাপকভাবে বিনষ্ট হয়েছে। বিভিন্ন এলাকায় পড়ে আছে বড় বড় শিল। । শিলার আঘাতে মারা গেছে বিভিন্ন গাছে থাকা অর্ধশতাধিক পাখি।
ক্ষতিগ্রস্ত ঘরের একাংশ
একই ধরনের ক্ষতির উল্লেখ করেছেন এ গ্রামের কৃষক আপ্তাবুর রহমান, আনফরআলি,সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন, আব্দুস সাত্তার, আতউর রহমান,আকবরআলি,রিয়াছদ আলি,আব্দুল করিম,তালেব আলি, সহ অন্যরা। এদের প্রত্যেকের ক্ষতির পরিমাণ দেড় থেকে দুই লাখ টাকা। তারা জানান, ভোর রাতে দিকে প্রচন্ড শব্দে এ শিলা বৃষ্টি আঘাত হানে। এ সময় তাদের অনেকেরই ঘরের টিন ছিদ্র হয়ে বড় বড় শিল ঘরে ঢুকে পড়ে।
এ বিষয়ে জেলা প্রশাসকের মোবাইলে ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, তাই বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।