শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন নামক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা মমিনপুর গ্রামের ২৫ মার্চ (শনিবার) সকাল ১১টায় মমিনপুর জামে মসজিদ প্রাঙ্গণে মোঃ ইমাম হোসেন এর সঞ্চালনায় মমিনপুর আল মাদরাসায়ে দ্বীনিয়া ও এতিমখানার শিক্ষক আবদুল হান্নান ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ খোকন।
আরও বক্তব্য রাখেন মানবতার তরে সংগঠনের কার্যনির্বাহী সদস্য মনির হোসেন বাবু, ইউপি সদস্য মাকসুদ খন্দকার, মোশাররফ হোসেন, শাহ আলম, নূরুল আমিন, মোহাম্মদ হাসান (সুমন), নজরুল আসলাম, মোঃ ইসমাইল পাটোয়ারী, মোঃ লিটন হোসেন,ঊষার আলো ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক সোহাগ কবিরাজ, মোঃ মিরাজ হোসেন, আকরাম হোসেন প্রমূখ।
বক্তরা মানবতার সেবায় যুব সমাজের এমন উদ্যেগ কে স্বাগত জানায়ি মাদক মুক্ত সমাজ গঠনের জন্য পরামর্শ দেন। সর্বদা মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখে সুন্দর সমাজ গঠনে যুব সমাজের প্রতি আহবান জানান।
আলোচনা শেষে সমাজের হত দরিদ্র ৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।