নুর-আমিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
খানসামায় জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সভা অনুষ্ঠিত। দিনাজপুরের খানসামা উপজেলার ইউপি সদস্য ও সদাস্যদের নিয়ে গঠিত জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পানি উন্নয়ন বোর্ড মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সভাপতি বাবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ৬ ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধিগণ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে ঐক্য ফোরামের সভাপতি বাবুল ইসলাম বলেন, ভিজিডি কার্ড বিতরণে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।আমাদের যত রকমের সুযোগ সুবিধা থেকে সেগুলো থেকে আমরা যাতে বঞ্চিত না হই সেজন্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন আমাদের দাবি থেকে কখনো পিছপা হওয়া চলবে না। আমাদের সঠিক মূল্যায়ন যেন হয়, সেজন্য ঐক্যবদ্ধ থাকব। অবমূল্যায়ন হলে যেখানে যেতে হয় সেখানেই যাব এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিকার করব। আমরা একে অপরের পাশে সবসময় থাকব।
অনুষ্ঠান শেষে পূর্নাঙ্গ ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।