সৌদিতে বাস দু’র্ঘটনায় উমরাহ পালনে চাটখিলের হেলাল নি’হত
সৌদি আরবের আল-আসির থেকে উমরাহ’র উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে বাস দু’র্ঘটনায় নি’হত হয়েছে চাটখিলের রামনারায়নপুর ভূঁইয়াজি বাড়ির মরহুম হুমায়ুনের বড় ছেলে মোঃ হেলাল ।
মঙ্গলবার (৬-ই রমজান,২০২৩ইং) সৌদি আরবের আল-আসির প্রদেশ থেকে উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার মুকাররমায় আসার পথে দু’র্ঘটনার শিকার হয় হজ যাত্রী বহন করা একটি বাস। এতে নি’হত হওয়া ২০ জন যাত্রীর মধ্যে ৮ জনের লা’শ শনাক্ত করেছে দেশটির পুলিশ। নি’হতরা হলেন, নোয়াখালী চাটখিলের রামনারায়নপুর ভূঁইয়াজি বাড়ির মরহুম হুমায়ুনের বড় ছেলে হেলাল হোসেন, সেনবাগ উপজেলার শরীয়ত উল্ল্যার ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লা মুরাদ নগরের আব্দুল আওয়াল এর ছেলে মামুন মিয়া, লক্ষীপুরের সবুজ হোসাইন, মুরাদনগরের রাসেল মিয়া, কক্সবাজার মহেশখালীর আসিফ হোসেন, গাজীপুরের ইসমাইল হোসেন রনি, চাঁদপুরের রুক মিয়া।
হেলাল উদ্দিনের ছোট ভাই মো. রিপন জানান, প্রায় ১ বছর আগে জীবিকা নির্বাহের তাগিদে সৌদি আরবে যান মো.হেলাল উদ্দিন। সেখানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। হেলালের কর্মরত কোম্পানি থেকে ওমরা করার জন্য ৪ জন এক সঙ্গে মক্কা নগরীর উদ্দেশে রওনা হলে সড়ক দুর্ঘটনায় ৩ জনই মারা যান। ২ ভাই আর ২ বোনের মধ্যে বড় ছিলেন হেলাল উদ্দিন। হাজাবি নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে তার।
৮ বাংলাদেশি ছাড়াও নিহতদের মধ্যে একজন মিশরীয়, একজন ইয়েমেনি ও একজন সুদানের নাগরিক রয়েছেন।
বাসে থাকা ৪৭ জন যাত্রীর মধ্যে ১৮ জনকে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নি’খোঁজ রয়েছে ৭-৮ জন বাংলাদেশি।
দুর্ঘটনার খবরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের দল দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকাটি ঘিরে ফেলে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।