আইন ও বিচারচট্টগ্রাম
সোনাইমুড়ীতে ২০ পিস ইয়াবা সহ কারবারি আটক
সোনাইমুড়ী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১ জন আসামী সহ ২০ পিস ইয়াবা ট্যাবলেট কারবারিকে আটক করা হয়েছে।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব জিয়াউল হক এর তত্ত্বাবধানে এসআই মো: জামাল হোসেন এর ফোর্সসহ ১৪ ফেব্রুয়ারী (বুধবার) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানাধীন ৫নং অম্বরনগর ইউপির ৯নং ওয়ার্ড দক্ষিণ ওয়াসেকপুর আলী করিম চেরাং বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী মো: দেলোয়ার হোসেন(৪০) আটক করা হয়।
আটককৃত শাহ আলম পিতা-মৃত শাহ আলম , গ্রাম- রাজাপুর (জালাল মিয়ার নতুন বাড়ী) ,থানা- বেগমগঞ্জ, জেলা –নোয়াখালী জেলার বাসিন্দা।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন এবং থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চলমান আছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।