সুন্দরদিঘী উচ্চ বিদ্যালয় এর চতুর্থ তোলা ভবনের শুভ উদ্বোধন
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চতুর্থ তলা ভবনের এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোম বার (০৬ মার্চ ) সকালে দেবীগঞ্জ উপজেলার উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে । সুন্দর দিঘি উচ্চ বিদ্যালযয়ের নব নিরমিত ভবনের উদ্ভদনিয় অনুষ্ঠানের দেবীগঞ্জ উপজেলার নির্বাহি অফিসার গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী রেলপথ মন্ত্রণালয় । তিনি বলেন, শিক্ষিত জাতি ছাড়া কখনো উন্নত রাষ্ট্র কল্পনা করা যায় না। দেশকে উন্নত করতে হলে সবার আগে প্রয়োজন শিক্ষিত জাতি গঠন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল কোমলমতী শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছেন। আত্মবিশ্বাস-আত্মমর্যাদাবোধ একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
এ সময় মন্ত্রী আরো বলেন আগামীতে চিলাহাটি টু ঢাকা আরো একটি নীলসাগর ট্রেন চালু হবে এবং প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে এরকম চারতালা ভবন প্রতিষ্ঠা করার কথা আশা ব্যক্ত করেন।দলীয় নেতাকর্মীদের সঙ্গবদ্ধ থেকে শান্তি সমাবেশ করার অনুরোধ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মেহেদী ইকবাল রনি নির্বাহী প্রকৌশলী (শিক্ষা )পঞ্চগড়। আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী সভাপতি দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ । আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জজ সাধারণ সম্পাদক দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ । নির্মল কুমার শর্মা সভাপতি দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগ । সন্তোষ কুমার রায় সভাপতি সুন্দর দিঘী ইউনিয়ন আওয়ামী লীগ, মইনুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক সুন্দর দিঘী ইউনিয়ন আওয়ামী লীগ, কামাল উদ্দীন সহ-সভাপতি সুন্দর দিঘী ইউনিয়ন আওয়ামী লীগ ,সহ- দেবীগঞ্জ উপজেলার স্থানীয় অসংখ্য নেতৃবৃন্দ। এ সময় উপজেলার সকল সংবাদ কর্মিগন উপস্তিত ছিলেন ।