সুন্দরগঞ্জে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা স্বামী, শাশুড়ী পলাতক
শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে চন্ডিপুর ইউনিয়নের খাদিজা বেগম নামের চন্ডিপুর গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আশরাফুল ইসলামের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। এদিকে ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী ও তার মা আদুরী বেগম পলাতক রয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, মোখলেসুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম প্রায় দশ বছর আগে স্ত্রী খাদিজা বেগমের সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। আশরাফুল ইসলাম মদ ও জুয়ার সাথে জড়িত ছিল। সে প্রায় বাড়িতে গভীর রাতে ফিরত। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে ঝগড়া বিবাদ চলে আসছিল। অন্যান্য দিনের মত গতকাল সন্ধ্যায় তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হলে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে। তারা দেখতে পায় স্ত্রী খাদিজা বেগমের লাশ পড়ে আছে। ঘটনাটি জানা জানি হওয়া মাত্র আশরাফুল এবং তার মা দ্রুত পালিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, এ বিষয়ে নিহত খাদিজার বাবা থানায় একটি অভিযোগ দিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।রিপোর্টের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।