অপরাধআইন ও বিচারজেলা সংবাদসারাদেশ

সুন্দরগঞ্জে তিস্তা নদী ভাঙ্গন রোধ বাস্তবায়ন কমিটির আহবায়কের বাড়ীতে সন্ত্রাসী হামলা

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জের পূর্ব সীচা লাল চামার গ্রামে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া উত্তরবঙ্গ তিস্তা নদী শাসন প্রজেক্ট কাজে গাছ কাটাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে ৷

সরেজমিন তদন্তে জানা যায়, উত্তরবঙ্গ তিস্তা নদী প্রকল্প বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক ও মানবাধিকার কর্মী নুর আলম সিদ্দিকী স্বভাবতই একজন সাদা মনের মানুষ ৷
নদীর ভাঙ্গনে তিনি প্রায় বাড়ী ঘর ও ভুমিহীন হয়ে পড়েছে ৷ তারপরও তিনি দমে যাননি ৷ এলাকার মানুষদের সাথে নিয়ে করেছেন নদী ভাঙ্গন রোধে আন্দোলন ৷ একেরপর এক সভা, মানববন্ধন, সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে অধিকার আদায় করে হয়েছেন সফল ৷ এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে তিস্তা নদী ভাঙ্গন রোধে শাসন প্রকল্পের কাজ ৷

নদীর একেবারে কোল ঘেঁষে সাংবাদিক নুর আলমের সামান্য ভিটে মাটিতে তারই রোপনকৃত রয়েছে কয়েকটি ইউক্যালিপটাস গাছ ৷ প্রজেক্ট কর্তৃপক্ষ গাছগুলো কাটতে হবে না মর্মে জানালেও ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য গাছ কাটতে হবে বলে জানিয়ে দেয় ১৪ নং চন্ডিপুর ইউপি’র ৮ নং ওয়ার্ড সদস্য নান্নু মেম্বার ৷ নুর আলম গাছ কাটতে অস্বীকৃতি জানালে নান্নু মেম্বারের নেতৃত্বে তার ছেলে সহ বেশ কিছু দস্যুরুপী সন্ত্রাসী বাহিনী নিরীহ সাংবাদিক নুর আলম সিদ্দিকীর বাড়ীতে অনধিকার প্রবেশ করে মারধর সহ সন্ত্রাসী কায়দায় আকস্মিক হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর এবং মোটরসাইকেল ও নগদ টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায় । বর্তমানে নুর আলম সিদ্দিকী সন্ত্রাসী হামলায় অসুস্থ হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৷ উল্লেখ্য যে, কিছুদিন পূর্বেই শাহজামাল নামের এক ব্যক্তিকে ওই স্থানেই নৃশংসভাবে হত্যা করা হয় ৷ সে হত্যার সন্দেহভাজন তালিকায় তার নামও রয়েছে বলে বিশ্বস্ত সুত্রে জানা যায় ৷

নুর আলম জানান, মারপিটের ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে ইন্সপেক্টর তদন্ত সিরাজুল ইসলামের সঙ্গে মুঠো ফোনে কথা বললে তিনি জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ৷

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নান্নু মেম্বারের সঙ্গে একাধিকবার মুঠো ফোনে কথা বলার চেষ্টা করলে আমি বাহিরে আছি বলে তিনি ফোনের লাইন কেটে দেন ৷ উক্ত ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সদয় হস্তক্ষেপ কামনা করেন লালচামার এলাকার সচেতন মানুষ ও উত্তরবঙ্গ তিস্তা নদী ভাঙ্গন রোধ প্রকল্প বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক নুর আলম সিদ্দিকী ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button