অপরাধআইন ও বিচারজেলা সংবাদরংপুরসারাদেশ

সুন্দরগঞ্জে কৃষকলীগ নেতা বকুল বিশ্বাস অর্থ আত্মসাতের অভিযোগে আটক

মোঃ শহীদুল ইসলাম শহীদ, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

বিভিন্ন প্রলোভন দিয়ে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস কে আটক করেন সাধারন জনতা।

অভিযোগ সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও দারিদ্রমুক্ত দেশ গড়ার প্রত্যয় সরকার বিনামূল্য জমিসহ ঘর ও জমি আছে ঘর নাই তাদের কে আশ্রায়ণ—২ প্রকল্পের আওতায় জমিসহ ঘর উপহার দিচ্ছেন। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস দলীয়ভাবে ঘর দেওয়ার প্রলোভন দিয়ে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিনের মার্ধমে সোনারায় ইউনিয়নের অসহায় ও দিনমজুর ১৩টি পরিবারের কাছ থেকে ৩ লক্ষ ৯১ হাজার টাকা নিয়ে বকুল বিশ্বাস কে দিয়েছেন। এছাড়া উপজেলা বেলকা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি লাইলী বেগমের মাধ্যমে শিশু ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার প্রলোভন দিয়ে অর্থ গ্রহন করে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস।

 

উপজেলার সোনারায় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন জানান, বকুল বিশ্বাস বিভিন্ন সময় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের তার বাসায় ডেকে বিভিন্ন প্রকল্প দেওয়ার কথা বলে আমাদের অনেকের কাছে অর্থ হাতিয়ে নিয়েছে। বকুল বিশ্বাস আমাকে আমার ইউনিয়নের ১৫ টি ঘর দেওয়ার কথা বলে ১৩ জনের নিকট থেকে ৩ লক্ষ ৯১ হাজার টাকা নিয়ে ২ বছর থেকে বিভিন্ন তালবাহানা দেখাচ্ছেন। আমি তাকে অনেক বার যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যস্থ হয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অবগত করি। গতকাল সন্ধায় পৌরশহরে কাঠাল তলির মোরে দেখতে পেয়ে স্থানীদের সহযোগিতায় তাকে আটক করি।

 

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি অর্থ গ্রহনের সত্যতা শিকার করেন।

এবিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু জানান, উপজেলা কৃষক লীগের কমিটি গঠনের পর থেকে সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি। আমরা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button