জেলা সংবাদরংপুরসারাদেশ

সুন্দরগঞ্জে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শহীদুল ইসলাম শহীদ , সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘আল-কুরআনের আলো: সেরা প্রতিভার সন্ধানে’ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ তরুণ যুব সংঘের আয়োজনে এ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মো. মাসুদুর রহমান।

সাহাবাজ আহলে হাদিস জামে মসজিদ মাঠে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল, সাংবাদিক মো. হাবিবুর রহমান হবি, সুন্দরগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা নুর আলম সিদ্দিক ও হাফেজ ক্বারী মাহমুদুল হাসান।

হাবিবুল্লাহ বিন আকতারুজ্জামান সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্য সাহাবাজ তরুণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. সোহান মিয়া, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, সদস্য শামিম, মোস্তাফিজুর রহমান রনি প্রমুখ।

কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উপজেলার ৬ টি মাদরাসার ১২ জন হাফেজ অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করেন বাহরুল উলুম ইসলামী মাদ্রাসার ছাত্র মো. ওমর ফারুক, দ্বিতীয় স্থান অর্জন করেন কাটগড়া মাওলানা আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. শরিফুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেন সাতগিরি কাশফুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র নুর মোহাম্মদ, চতুর্থ স্থান অর্জন করেন উত্তর সাহাবাজ মার্কাজুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র মো. শামিম ইসলাম ও পঞ্চম স্থান অর্জন করেন একই মাদ্রাসার ছাত্র মো. আবু মুসা। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদুর রহমান বলেন, পবিত্র কুরআন যেহেতু পবিত্র রমজান মাসে নাজিল হয়েছে তাই রমজান মাসে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন একটি মহতি উদ্যোগ।

প্রজাপতি গ্রুপ ও আল্লাহ ভরসা ওয়ার্কশপের পৃষ্ঠপোষকতায় প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী প্রতিযোগিতাকে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও পাগড়ী প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক প্রতিযোগিকে পবিত্র কুরআন মাজিদ উপহার দেয়া হয়। পরে দোয়া মাহফিল শেষে ইফতার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button