সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান ফুলের নামাজে জানাজা অনুষ্ঠিত
মোঃ শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ত্যাগী নেতা মরহুম লুৎফর রহমান ফুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চির বিদায় নিলেন আওয়ামী লীগের এই ত্যাগী নেতা।
গতকাল রাত আনুমানিক ৮ ঘটিকায় অসুস্থ জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার মরহুমের নামাজে জানাজা বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয় মাঠে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় ।
উক্ত নামাজে জানাজায় অংশগ্রহণ করে স্মৃতিচারণ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, মোঃ সাজেদুল ইসলাম ,উপাধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম কবীর মুকুল, মোঃ আব্দুল্লাহ আল মামুন, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, উপজেলা বিএনপি নেতা মোঃ আঃ গোফফার, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সমেস উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, আওয়ামী লীগ নেতা মজনু হিরো, শেখ শাহীন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে মরহুমের কফিনে ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা তার গ্রামের বাড়ি ফলগাছায় অনুষ্ঠিত হয়।