জাতীয়জেলা সংবাদসারাদেশসিলেট
সুনামগঞ্জে গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
সুনামগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহাম্মদ এহসান্ শাহ, পুলিশ সুপার, সুনামগঞ্জ; বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আমজাদ এডভোকেট; বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ মহি উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ। এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।