অপরাধআইন ও বিচারজেলা সংবাদরাজশাহীসারাদেশ

সিরাজগঞ্জে ২,৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ আটক ২

মো: নাজমুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি : 

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৩শ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়েছে ।

আটককৃতরা হলো- রাজশাহী জেলার মহিষবাধান উত্তরপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে সামিউল ইসলাম সজিব( ২৬), একই জেলার পূর্ব রায়পাড়া গ্রামের মাজেদ মন্ডলের ছেলে আলিফ হোসেন আরিফ( ৩২) ।

আজ বৃহস্পতিবার( ৪ মে) দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয় । জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ডিবি ওসি) রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন ।

ওসি রওশন আলী জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাটিকুমরুল গোল- চত্ত্বর এলাকায় ডিবি পুলিশেরএস.আই জুলহাজ উদ্দীন এর নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারী সামিউল ইসলাম সজিবের কাছ থেকে ১ হাজার ৮শ পিস এবং আলিফ হোসেন আরিফের নিকট থেকে ৫শ সর্বমোট ২ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button