সালথায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় অভিযান চালিয়ে মো. ইদ্রিস মিয়া (৬০) নামে এক বৃদ্ধ ও মো. রিপন মীর (৩০) নামে এক যুবককে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার (৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. রাবিকুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকা থেকে ১০১০ পিচ ইয়াবা ট্যাবল্যাট ও এক’শ গ্রাম গাাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ইদ্রিস মিয়া মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে ও রিপন মীর পাশর্^বর্তী বাতাগ্রাম গ্রামের মো. হালিম মীরের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রাবিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালথার কাগদী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০১০ পিচ ইয়াবা ট্যাবল্যাট ও এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।