বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে সারাদেশে বই উৎসব পালিত হয়েছে। দেশজুড়ে বিনা মূল্যে নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার এ আয়োজন করেছে সরকার। এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যের ওপর ভিত্তি করে সারাদেশে বই উৎসব কার্যক্রম তুলে ধরা হলো
নড়াইলে ইংরেজি নববর্ষে নতুন বই বিতরণ উদ্বোধন
নড়াইলে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য পুস্তক বিতরন-২০২৩ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় , নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ ফকরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা, এস,এম,ছায়েদুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমাউন কবির, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।
জেলায় মাধ্যমিক স্তরে মোট বই পাওয়া গেছে, ৮লক্ষ ৭৪ হাজার ৭শত ৫৪ টি. মোট চাহিদার ৭২.৯৪ শতাংশ পাওয়া গেছে বাকী আছে, এদিকে প্রাথমিক পর্যায়ে পাওয়া গেছে ২ লক্ষ ৩৫ হাজার ৮শত ৩০টি।
শিবগঞ্জে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
দোয়ারাবাজারে জাহাঙ্গীরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
দোয়ারাবাজার( সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলার জাহাঙ্গীরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কলোনি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০১ জানুয়ারি) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও কলোনী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এই বই উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় সকল শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
জাহাঙ্গীরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ আহমেদের সভাপতিত্বে বই উৎসবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাবাজার ইউপি চেয়ারম্যান রোটারিয়ান শেখ আবুল হোছাইন, সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া, সমাজসেবক আব্দুল মনাফ প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর আহমেদ, ঝরনা বেগম,শেফালি আক্তার, আখি আক্তার,লিপি আক্তার,ইয়ারুন্নেছা,জমিরুন নেছা,খালেদা আক্তার সহ অভিভাবকবৃন্দ।
এসময় কলোনি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহম্মদ আলীর সভাপতিত্বে বই উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,সহকারী শিক্ষক সাজেদা আক্তার, সেলিনা আক্তার,তামান্না আক্তার, আব্দুল গণি সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
খানসামায় বই বিতরণ উৎসব
সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামায় বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বই বিতরণ উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি নতুন বই হাতে তুলে দেওয়া হয়।
রবিবার (১ জানুয়ারি ২০২৩) সকালে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এই বই বিতরণের উৎসবের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার মান-উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক, খানসামা ডিগ্রি কলেজের ভারঃ অধ্যক্ষ সাইফুল ইসলাম, অত্র ৪ প্রতিষ্ঠানের প্রধানগণ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ অনেকে।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর প্রায় ২৯ হাজার বইয়ের সেটের চাহিদা রয়েছে তবে এখন পর্যন্ত ৫০ ভাগ বই এসে পৌঁছেছে।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানা যায়, এ বছর প্রায় ১৪ হাজার বইয়ের সেটের চাহিদা রয়েছে তবে এখন পর্যন্ত ৮০ ভাগ বই এসে পৌঁছেছে।
শ্রীবরদীত বই উৎসব অনুষ্ঠিত
এম,শাহজাহান, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীত বছরের প্রথম দিনে উৎসব মুখর পরিবশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে শ্রীবরদী এমএনবিপি সরকারি বলিকা উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইন্সটিটিউট ও শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব-স্ব বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এসময় শিক্ষার্থীদের উদ্দেশে্ নতুন বছরর শুভেচ্ছা বিনিময় ও দিক নির্দশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও উপজলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোতালেব হোসন, শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকছদুর রহমান, শ্রীবরদী এপিপিআই’র প্রধান শিক্ষক আব্দুর রউফ, শ্রীবরদী মডল সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। বছরর শুরুতই বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
দোয়ারাবাজারে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন
নুরুজ্জামান ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
দোয়ারাবাজার উপজেলায় নতুন বছর ২০২৩ সালের জানুয়ারি মাসের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের তিন লক্ষ্যধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে।
বই বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক, মাননীয় সংসদ সদস্য, ২২৮ সুনামগঞ্জ-৫, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, ভাইস চেয়ারম্যানবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), দোয়ারাবাজার, , অফিসার ইনচার্জ, দোয়ারাবাজার থানা, সকল সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।