খুলনাজেলা সংবাদদুর্ঘটনাসারাদেশ
সাতক্ষীরা শ্যামনগরে পুকুরে ডুবে শিশুর মৃ*ত্যু
সাতক্ষীরার শ্যামনগরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাহারাত হোসেন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার আবাদচন্ডিপুর গ্রামে ঘটনাটি ঘটে।
সে কালিগঞ্জ উপজেলার সাতপুর গ্রামের আব্দুস সালাম রানা ও শরিফা দম্পতির একমাত্র সন্তান।
নিহত শিশুর মামা ফারুক হোসেন জানান, দু’দিন আগে মায়েল সাথে নানার বাড়িতে বেড়াতে আসে তাহারাত। বুধবার দুপুরের দিকে পুকুরের পাশে খেলার সময় সবার অজান্তে পুকুরের পানিতে তলিয়ে যায়।
এক পর্যায়ে খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারজানা তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসরাম বাদল জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।