জেলা সংবাদময়মনসিংহসারাদেশ

শ্রীবরদীতে ভূমিহীন ও গৃহহীন ৪৪ পরিবারের মাঝে জমিসহ ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর

শেরপুরের শ্রীবরদীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে গৃহ ও জমি প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের শ্রীবরদী উপজেলার ৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভােতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button