অপরাধআইন ও বিচারজেলা সংবাদময়মনসিংহ

শ্রীবরদীতে চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের চেয়ারম্যান ফকরুজ্জামান কালুর নানা অনিয়ম, ঘুষ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২২ মার্চ বুধবার বিকালে উপজেলার কর্ণঝুড়া বাজারে ইউনিয়ন বাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রথমে একটি বিক্ষোভ মিছিল কর্ণঝুড়া বাজার প্রদক্ষিন করে ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান কালুর বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারিরা।

 

পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মো মুক্তারুজ্জামান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানু, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লালু, মুক্তিযোদ্ধার সন্তান ও নৌকা প্রেমী মোঃ আজির মিয়া
প্রমুখ।

 

বক্তারা বলেন ইউপি চেয়ারম্যানের ফকরুজ্জামান কালু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ভিজিডি কার্ড বিতরন, সরকারি ঘর বিতরন,জন্ম নিবন্ধন, ইউনিয়ন পরিষদের পরিচয় পত্র বিতরনে ও টাকা দিতে হয়। টাকা ছাড়া কিছুই দেন না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

 

প্রতিটি ভিজিডি কার্ড বিতরনে ৫ থেকে ৮ হাজার টাকা নিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকরুজ্জামান কালু। বক্তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দুর্নীতি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি হাতে নেয়া হবে বলে জানান বক্তারা।

 

ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান কালু বলেন,আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button