অপরাধআইন ও বিচারজেলা সংবাদবরিশালসারাদেশ

শ্বশুর-শ্বাশুরীকে ছুরিকাঘাত রাঙ্গাবালীতে জামাতা গ্রেফতার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শশুর শাশুড়িকে ছুরিকাঘাত করার মামলায় জামাই হৃদয় হোসেন রাজুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত সাত মাস আগে আসামি হৃদয় হোসেন রাজু উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের মোঃ শহিদুল হাওলাদার ও সুখী বেগমের কন্যা অপ্রাপ্তবয়স্ক মিমজাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেণ। দুই মাস সংসার করে মিমজা জানতে পারেন তার স্বামী হৃদয় হোসেন রাজু একজন মাদক সেবী ও লম্পট। পরবর্তীতে গত পাঁচ মাস আগে মিমজা বাবার বাড়িতে ফিরে আসে। মঙ্গলবার বিকাল ৫টা ৩০ সের সময় রাজু অনাধিকার প্রবেশ করে তার শশুর শাশুড়িকে গালাগালি করে এবং মিমজাকে তুলে নিয়ে যেতে চেষ্টা করে।

 

এসময় তার শশুর শাশুড়ি তাকে বাধা দেয়ার চেষ্টা করলে রাজু তার পকেটে থাকা ছুরি দিয়ে আঘাত করে এবং তার ফুপু শাশুড়ি লিমা বেগমকে শ্লীলতা হানি করেন। ডাক চিৎকারে এলাকাবাসী এসে রাজুকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। গুরু তর আহত শহিদুল হাওলাদার ও সুখী বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, শশুর শাশুড়িকে ছুরিকাঘাত করার ঘটনায় আসামীকে হৃদয় হোসেন রাজুকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button