নড়াইলের লোহাগড়া উপজেলার সারুলিয়া যুব সমাজের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থসপনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ (শুক্রবার) বাদ আসর সারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে এ মাহফিল শুরু হয়। মাহফিলে মহিলাদের জন্য ছিলো আলাদা বসার ব্যবস্থা।
কালিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওঃ মোঃ নওশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান ও বিশেষ অতিথি ছিলেন ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ রওশন।
এ সময় প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন, মোহনা টিভির ইসলামী আলোচক ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর বিভাগীয় সহঃ সম্পাদক শায়খ শাফী মুহাম্মদ আব্দুল বারী, বিশেষ বক্তা ছিলেন হাফেজ ক্বারী মোঃ রিফাতুল ইসলাম জিহাদী, খুলনা, হাফেজ মোঃ সিরাজুল ইসলাম, লোহাগড়া প্রমুখ।
মাহফিল শেষে আযান ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।