লোহাগড়ায় দুপক্ষের সংঘর্ষের গুরুত্ব আহত ৬
মোঃ সাব্বির জমাদ্দার, স্টাফ রির্পোটারঃ
নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানিয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোটাকোল ইউপি চেয়ারম্যান হাসান মোল্লা ও ইউপি সদস্য নান্টু শিকদারের দুই গ্রুপের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারিত করে আসছে। এরই জের ধরে আজ রবিবার দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ১১ জন আহত হয়।
আহতরা হলেন, নান্টু শিকদার (৫২), তাজমুল শিকদার (২৫), জাহিদুল শিকদার (৪০), হাফিজুর শিকদার (৩৫), নাজিম শিকদার (৩৮), মশিয়ার মল্লিক (৫৫), তাজু শিকদার (৩০), তছলু শিকদার (৬০), আব্দুল্লা মোল্লা (২৮),হাসান শিকদার (৩৫), কদম শিকদার (৪০)
আহতদের লোহাগড়া স্বাস্থ ককমপ্লেক্স এর জরুরী বিভাগে ভর্তি করা হয়।
এর মধ্যে আকুবর শিকদারের ছেলে নান্টু শিকদার (৫২) ,আকুবর শিকদারের ছেলে নাজমুল শিকদার (২৫) , মসলেম শিকদারের ছেলে জাহিদুল শিকদার ,তছলু শিকদার নাজিম শিকদার (৩৮) গুরুতর আহত হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভার্প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নাসির উদ্দিন জানান,এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে, বর্তমান পরিস্থিতি শান্ত। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করে নাই। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।