রাঙ্গাবালীতে সাগরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ০৪
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগরের মায়ারচর সংলগ্ন সাগর মোহনায় মাছধরা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুলঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ঐ ইউনিয়নের সেনের হাওলা এলাকার মনির হোসেন (৩০), ফরিদ খান (৪০), মাসুম খান (৪৮) এবং জালাল খান (৩৫)। প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার রাতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরহেয়ারের দক্ষিণে অবস্থিত মায়ারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় কন্টি জাল দিয়ে ইলিশ শিকারে আধিপত্য বিস্তার নিয়ে গত দুই-তিন ধরে স্থানীয় জলিল হাওলাদার ও ফেরদাউস মৃধার জেলেদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।
পরে সন্ধ্যায় পুলঘাট বাজারে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও সন্ধ্যা ছয়টার দিকে সংঘর্ষ হয়।
এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার।