মেকার পাড়ায় রাতের আঁধারে অবৈধ ভাবে মেহগনি গাছ কর্তন
মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৩ নং দেবীগঞ্জ-সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উপেনচৌকি ভাজনী মেকার পাড়ায মোঃ সামিউল ইসলামের জমির মেহগনি গাছ রাতের আঁধারে অবৈধ ভাবে কর্তন করলেন ঐ একই গ্রামের,, ইয়াকুব আলী ( সাবুলু ) পিতা আবুল হোসেন সাং মেকার পাড়া দেবীগঞ্জ-পঞ্চগড়।
এই বিষয় নিয়ে ভুক্তভুগী সামিউল ইসলাম বলেন ,, ইয়াকুব আলী সাবুলু এক জন ডাঙ্গাবাজ লোক তিনি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ না করে রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে আনুমানিক রাত ৮.০০ সময় আমার মেহগনি গাছ কর্তন করেন।
সামিউল ইসলাম বলেন আমি উপরোক্ত বিষয়গুলো চিন্তা করে দেবীগঞ্জ-থানায় একটি এজাহার দায়ের করি এবং দেবীগঞ্জ-উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অভিযোগ দিয়েছি।
এ বিষয় নিয়ে ৩ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম ( এমু ) কাছে জানতে চাইলে তিনি বলেন গাছ কাটার ঘটনা টি আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন ইয়াকুব আলী তবে দুই পক্ষের মধ্যে গাছ কাটার বিষয় নিয়ে কোনো লিখিত অভিযোগ দেননি।