চট্টগ্রামজেলা সংবাদ

মীরসরাই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে হামদ, নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এস এম জাকারিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ 

চট্গ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৭ মার্চ ২০২৩খ্রী. ( সোমবার ) দুপুর ২টায় মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মডেল মসজিদের উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার ও মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহফুজা জেরিন এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীবৃন্দ।

এ সময় উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি ও মডেল মসজিদ পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম, মীরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া প্রমুখ।

এর আগে সোমবার সকাল ১০ টা থেকে মডেল মসজিদে হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা শুরু হয়। উক্ত প্রতিযোগিতায় সন্মানিত বিচারকের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মাওলানা শফিকুল ইসলাম নিজামী, নাছির উদ্দীন, মাওলানা আরিফুর রহমান।

৩টি বিষয়ের ( হামদ, নাত ও ক্বেরাত ) প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্য থেকে মোট ৪৮জন বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এ সময় বিজয়ীদের সবার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ, সবার জন্য রজনীগন্ধা ফুল ও কেন্ডি তুলে দেওয়া হয়।

পুরষ্কার পেয়ে ক্ষুদে প্রতিযোগীদের মুখে ফুটে ওঠে আনন্দের আভা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button