চট্টগ্রামজেলা সংবাদদুর্ঘটনা
মীরসরাইয়ে মহাসড়কের পাশ থেকে অপরিচিত লাশ উদ্ধার
এস এম জাকারিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছ থেকে জোরারগঞ্জ থানা পুলিশ একটি লাশ উদ্ধার করে।
সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে জোরারগঞ্জ এলাকার নাহার ফিড মিলের সামনে থেকে নাম পরিচয় বিহীন লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ” মহাসড়কের পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি “।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ” লাশ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি”।