মীরসরাইয়ে এক ভাইকে দেখতে গিয়ে লাশ হলেন অপর ভাই
চট্টগ্রাম প্রতিনিধিঃ
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ ফখরুল আলম বাহার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নস্থ উত্তর ওয়াহেদপুর গ্রামের কামু ভূঁইয়া বাড়ির মৃত ছেরাজুল হকের (ছেরু সওদাগর ) ছেলে।
গতকাল ১৪ মে, ২০২৩ খৃ. রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় মৃত বাহারের ছোট ভাই সুজা উদ্দিন বলেন – ” আমার বড় ভাই নুরুল হক গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে তাকে মীরসরাই সদরের সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবনতি হওয়ায় চট্টগ্রাম শহরের পাঁচলাইশে অবস্থিত পার্কভিও হাসপাতালে স্থানান্তরের সীদ্ধান্ত নেওয়া হয়। ঐ সময় হাসপাতালে নেয়ার পথে বড় ভাইকে দেখতে যান মেজ ভাই বাহার। তিনি বাড়ির রাস্তার মুখে এলে দ্রুতগামী একটি হাইচের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন। সে অবস্থায় তাকে উদ্ধার করে সেবা হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন ঘটনার বিষয়ে জানান, দুর্ঘটনার বিষয়ে জেনেছি, এবং এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।