চট্টগ্রামজেলা সংবাদ

মীরসরাইয়ে আওয়ামী লীগের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

এস এম জাকারিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ 

মীরসরাই উপজেলা আওয়ামী লীগের নিজস্ব ভবনের নকশা অনুযায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং এরই মাধ্যমে বহুদিনের কাঙ্ক্ষিত ভবনের নির্মাণ কাজের সূত্রপাত হলো।

আজ ৬মে, ২০২৩ শনিবার বিকেল ৪ ঘটিকায় মীরসরাই থানার উত্তর পার্শ্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে নির্মান কাজের শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের ১ নং প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, মোট ৩ হাজার ৪০০ বর্গফুট আয়তনের এ ভবনে থাকবে আধুনিক মানের সব রকম সুযোগ-সুবিধা। এক ছাদের নিচে থাকবে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের জন্য আলাদা আলাদা কক্ষ। সাথে সেমিনার হল ও সুসজ্জিত লাইব্রেরি থাকবে নির্মিতব্য এই মীরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে। তিনি আরও জানান, আধুনিক মানের এ ভবন তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে চার কোটি টাকা।

এসময় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ” উপজেলা আওয়ামী লীগের অত্যাধুনিক ভবনটি কারও একার শ্রম বা অর্থে নির্মিত হবে না। বরং এ ভবনের প্রত্যেকটি ইটের কণায় তৃণমূল নেতা-কর্মীদের অর্থ ও শ্রম যুক্ত থাকবে “।
এ সময় তিনি আরও বলেন, ” আমরা যখন প্রথম পরিকল্পনা করি, তখন এ ভবনের মধ্যে আইটি সেন্টার বা ইনফরমেশন টেকনোলজি সেন্টার করার পরিকল্পনা ছিল না। পরবর্তী সময়ে আমার মেঝো ছেলে আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের প্রস্তাবে এটি যুক্ত করা হয়েছে “।

এ সময় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ রাশেদ, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ সভাপতি কামরুল আহসান হাবীব, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মহাকবি আব্দুল কাইয়ুম নিজামী, মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং করের হাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button