মীরসরাইয়ে ” অদম্য যুব সংঘে”র ইফতার সামগ্রী বিতরণ
চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাইয়ে বেশ কয়েকটি এমন মানবিক ও সামাজিক সংগঠন রয়েছে যারা মানুষের সুখে-দুঃখে, হাসি-কান্নায়, বিপদে-আপদে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়ায়। সেই সংগঠন গুলোর মধ্যে ” অদম্য যুব সংঘ ” অন্যতম একটি। যারা প্রতিবছরই রামাদ্বানে দরিদ্র-অসচ্ছল পরিবারগুলো খুঁজে বের করে তাদের ঘরে ইফতারের সামগ্রী পৌঁছায়। সেই ধারাবাহিকতায় এবারও পবিত্র রামাদ্বান উপলক্ষে ৫০টি অস্বচ্ছল পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছে অদম্য যুব সংঘ।
অদ্য ২৮ মার্চ (মঙ্গলবার) ২০২৩ খ্রী. সকাল বেলা সংগঠনের কার্যলয় থেকে সংগঠনের একনিষ্ঠ ২১জন সদস্যের মাধ্যমে এসব পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এসময় ইফতার কার্যক্রমে উপস্থিত ছিলেন- সহ সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া, অর্থ সম্পাদক খালেদ হোসাইন জাহিন, প্রচার সম্পাদক মেহেদী হাসান নিশান, সহ প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য তারিফ হোসেন, সদস্য মাঈনুল ইসলাম, জিহান, শফিউল আলম, সাহেদুল ইসলাম।