চট্টগ্রামজেলা সংবাদদুর্ঘটনাসারাদেশ
মীরসরাইয়ের বড়তাকিয়ায় গাড়ির গ্যারেজে আগুন
এস এম জাকারিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ
মীরসরাইয় উপজেলাস্থ বড়তাকিয়া বাজারের দক্ষিন বাইপাস, আবুতোরাব রাস্তার মাথা ও ইকোনমিক জোন রাস্তার মাথা এলাকায় বিকাল ৪ টায় অগ্নি-কাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ( ৫মে, ২০২৩খৃ.) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সোহেল মোটরস নামে একটি
গাড়ির গ্যারেজে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গ্যারেজের মালিক মাইনুল হাসান সোহেল বলেন, পাশে একটি কৃষি জমিতে শুকনো পাতায় আগুন দেয়া হয়েছিলো, ধারণা করছি জমির সেই আগুন থেকে গ্যারেজে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আরো বলেন, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।