মির্জাগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
চিরনিদ্রায় শায়িত হলেন মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা (অবঃ আর্মি) মোঃ আলতাফ হোসেন শিকদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল শুক্রবার ঢাকা সিএমএইস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি স্ত্রী ও তিন ছেলেমেয়ে রেখে গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
গতকাল শনিবার নিজ এলাকার মাঠে তার লাশের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময়ে অন্যদের মধ্যে জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান খান আবুবকর সিদ্দিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোঃ সাইফুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, লেবুখালী সেনানিবাসের উর্ধতন কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় জনগন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।