মাহে রমজান মাস উপলক্ষে দেবীগঞ্জে বাজার মনিটারিং পরিচালনা
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ পৌরসভা ও দেবীগঞ্জ বাজারে বাজার মনিটারিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্য তালিকা করতে মনিটারিং পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২১) মার্চ বিকালে এ বাজারে মনিটারিং করেন দেবীগঞ্জ-উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা গোলাম রব্বানী সরদার ও দেবীগঞ্জ-বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন (নিউটন) সদস্য পঞ্চগড় জেলা পরিষদ দেবীগঞ্জ পঞ্চগড়।
পবিত্র মাহে রমজান মাস সামনে রেখে দেবীগঞ্জ বাজারে বিভিন্ন ধরনের দোকান পাট গুলোতে সতর্কনীয় অভিযান চালান।
অভিযান চালানোর সময় গোলাম রব্বানী সরদার ও আক্তার হোসেন নিউটন বলেন আজ আমরা সবাই কে জানিয়ে দিয়ে গেলাম খোলা মেলা খাবার রাখা যাবে না খাবার ঢেকে রাখতে হবে। প্রতিটি মুদির দোকানে, কাঁচা বাজারে, মুরগি মাংস,গরু মাংসের দোকান, বিজয় চত্বরে ফুটপাত দোকান গুলোতে, নিত্য প্রয়োজনীয় ও দ্রব্যমূল্যের প্রত্যেকটি মূল্য তালিকা রাখতে বলেন দোকান দার কে । এবং বলেন পবিত্র মাহে রমজান মাস যদি কোনো দোকান দার মূল্য তালিকা না রাখেন তাহলে আইনগত ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।