মানবতার এক মূর্ত প্রতীক হয়ে উঠলেন মীরসরাইয়ের কৃতি সন্তান ওসি ওমর হায়দার
এস এম জাকারিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ
সারাদেশে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে প্রতিদিনের মতো আজও সময়মতই বের হয়ে কক্সবাজারের পেকুয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন শিক্ষার্থী। খবর পেয়ে মীরসরাইয়ের কৃতি সন্তান, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন । পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে নিজ গাড়ীতে করে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তিনি। তম্যধ্যে আফনান বেগম নামের এক পরীক্ষার্থী আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন ওসি।
আহত শিক্ষার্থীরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া এলাকার আবদুল মালেকের মেয়ে আইরিন জান্নাত রেখা (১৬) ও মগনামা কাজী মার্কেট এলাকার আহমদ শরীফের মেয়ে সাইমা সোলতানা রিফা (১৬) এবং আফনান বেগম (১৬) একই এলাকার আশরাফ মিয়ার মেয়ে। তারা তিনজনই মগনামা উচ্চ বিদ্যালয়ে থেকে এবারের এসএসসি-২০২৩ এর পরীক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা গেছে, তারা তিন বান্ধবী প্রতিদিন একই গাড়ি যোগে একসাথে বাড়ি থেকে বের হয়ে পরীক্ষাকেন্দ্রে যায়। সেই ধারাবাহিকতায় আজও তারা বের হয়েছিলো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে তারা। দুই বান্ধবী আহত অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেও তাদের অন্য বান্ধবী আফনান বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। যার কারণে তার আর পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হলো না।
অদ্য ৭ মে, ২০২৩ খৃ. ( রোববার ) সকাল ৯ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মামা ভাগিনার দোকান এলাকায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশার সাথে পূর্ব দিক থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পার ট্রাকের সাথে সংঘর্ষ হওয়ায় আহত হয় ওই তিন শিক্ষার্থী।
আহত পরীক্ষার্থী আইরিন জান্নাত রেখা বলেন, ‘ পুরো শরীর ব্যাথা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছি। আগে থেকে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি ছিল। কিন্তু দুর্ঘটনা সব এলোমেলো হয়ে গেছে, পরীক্ষায় মনযোগ ঠিক রাখাই কষ্টকর হয়ে গেছে ‘।
এ ব্যাপারে জানতে চাইলে হল সুপার ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম বলেন, ‘ আজ তাঁদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। পরীক্ষা অংশগ্রহণ করতে আসার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনের মধ্যে দুইজন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। একজন অনুপস্থিত আছে ‘।
যাকে নিয়ে লেখা সেই পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ” খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা পাওয়ার ব্যবস্থা করেছি। তাদের মধ্যে এক পরীক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক। অন্য দুইজনকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় গাড়ী দুইটি আটক আছে।
উল্লেখ্য যে আজকে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা কক্সবাজার জেলার পেকুয়া থানার ওসি ওমর হায়দার মীরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের কৃতি সন্তান।