মাকে মারধরের অভিযোগ উঠেছে ১ সন্তানের বিরুদ্ধে
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কুলাঙ্গার সন্তানের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ওই বৃদ্ধার মেয়ে মাজেদা খাতুন।
মারধরের অভিযোগ এনে গত ১৪ ই মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন কুলাঙ্গার সন্তান আতিকুর রহমানের বিরুদ্ধে। এ তথ্য জানাজানি হয়।
মামলার আসামি হলেন মো. আতিকুর রহমান
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ছেলে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা কেড়ে নেওয়ার পাঁয়তারা করতেছে। । এরই ধারাবাহিকতায় গত ১৪ ই মার্চ দুপুরে মাকে দোয়ারাবাজার থেকে মোল্লাপাড়া রাস্তায় হাত বেধে মারধর ও মুক্তিযোদ্ধা ভাতা সহ ৫০ হাজার টাকা জোর চিনিয়ে নিয়ে যায়।
মো. আতিকুর রহমান তার মাকে পেটে-পিঠে কিল-ঘুষি মেরে মারাত্মক জখম করেন। মো. আতিকুর রহমান তার মায়ের ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় মায়ের চিৎকারে মাজেদা এগিয়ে এলে লোহার রড দিয়ে পিটিয়ে তাকে জখম করা হয়।
বাদী মমিনা বলেন, ‘আজ থেকে ৯ মাস আগে আমার স্বামী মারা গেছে। । । আমি আমার স্বামীর রেখে যাওয়া বাড়িতে একা বসবাস করছিলাম। ছেলে আতিকুর রহমান আমার ঘর-বাড়ি ভেঙে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে আমাকে মারধর করে।
তিনি আরও বলেন, ‘আমি বাকি জীবন কীভাবে কাটাব, কার কাছে যাব, তা নিয়ে চিন্তিত। আমি সত্যিই অভাগী। সন্তানের মা হয়েও আজ আমি দিশাহারা। আমি এমন সন্তানদের বিচার চাই।’
অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত আতিকুর এর মোবাইলে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নিকট জানতে চাইলে প্রতিবেদকে জানান আমি এখনো অভিযোগ দেখিনি এবং সাক্ষাৎ করার জন্য বলেন।