ভোলায় বিকাশ প্রতারিত টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর
জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। ভোলা এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধানে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাশ প্রতারিত হওয়া ৬০,০০০/- টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী মোঃ সফিজল ইসলাম (৬৩), সাং- চরছিফলী ০৩ নং ওয়ার্ড, থানা ও জেলাঃ ভোলা গত ২৭/০৭/২০২০ সালে ইতালী থাকাকালীন পারিবারিক সমস্যা সমাধানে ইউটিউব চ্যানেলে প্রতারকের ভুয়া এ্যাড দেখে তাদের দেওয়া নাম্বারে কল করে প্রতারনার স্বীকার হন। সম্প্রতি দেশে ফিরে ভুক্তভোগী উক্ত বিষয়ে সাইবার ক্রাইম ইউনিট জেলা গোয়েন্দা শাখা ভোলায় অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর এস আই মোঃ মোহাইমিনুল ইসলাম জেলা পুলিশের আইসিটি শাখা ও তথ্য প্রযুক্তির সহায়তায় বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া ৬০,০০০/- টাকা উদ্ধার করেন।
ভুক্তভোগী প্রতারিত টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তিনি ভোলা জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।