দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট ঢাকার বঙ্গবাজার ঈদের আগে ভয়াবহ আগুনে পুড়ছে ।
আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লেগেছে বলে জানা যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪৮টি ইউনিট মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে । তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা বাহিনী ও বিমানবাহিনী ।
কিন্তু বাতাসের মধ্যে ঘিঞ্জি ওই মার্কেটের আগুন তিন ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি । বরং আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি মার্কেটে । এনেক্সকো টাওয়ার থেকেও ধোঁয়া বের হতে দেখা যায় ।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৬টা ১০ মিনিটে ওই মার্কেটে আগুন লাগার খবর পান তারা । ফায়ার সার্ভিস সদর দপ্তরের পাশেই হওয়ায় দুই মিনিটের মধ্যে সেখানে প্রথম ইউনিট পৌঁছায় ।
এরপর ধীরে ধীরে বাড়তে থাকে ইউনিটের সংখ্যা । কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় ঢাকায় ফায়ার সার্ভিসের অধিকাংশ ইউনিটকে সেখানে ডাকা হয় । বহু দূর থেকেও বঙ্গবাজারের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় । বিমান বাহিনীর হেলিকপ্টার থেকেও আগুনের ওপর পানি ছিটানো হয় ।
বড় এলাকায় টিন ও কাঠ দিয়ে নির্মিত শত শত দোকান নিয়ে এই বঙ্গবাজার । ঈদ সামনে রেখে সব দোকানেই প্রচুর নতুন পণ্য তোলা হয়েছিল । কীভাবে সেখানে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় ।
রোজার সময় মার্কেটের কর্মীরা অনেকে রাতে দোকানেই থাকেন । তবে হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস ।
সকালে ব্যবসায়ী ও দোকানকর্মীদের কাউকে কাউকে মরিয়া হয়ে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায় । অনেকেই অসহায়ভাবে কাঁদছিলেন । একজন বলছিলেন কয়েক লাখ টাকার মাল তিনি দোকানে তুলেছিলেন ঈদ সামনে রেখে ।
১৯৯৫ সালে একবার ভয়াবহ আগুনে পুড়ে রায় বঙ্গবাজার । পরে নতুন করে গড়ে তোলা হয় ওই মার্কেট ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন বঙ্গবাজার চারটি ইউনিটে বিভক্ত । বঙ্গবাজার কমপ্লেক্স, গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট মিলিয়ে মোট দোকানের সংখ্যা ২ হাজার ৩৭০টি ।
সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুলাই সেখানে আগুন লেগে মার্কেটের গুলিস্তান ইউনিটের কয়েকটি দোকান পুড়ে যায় ।