বোরো আবাদে ব্লাস্ট রোগ প্রতিরোধে কৃষি কর্মকর্তাগণের মাঠ পরিদর্শন
শহীদুল ইসলাম শহীদ, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বোরো আবাদে ব্লাস্ট রোগ প্রতিরোধে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।
জানা যায়, কয়েকদিনের আবহাওয়া তাপদাহ থাকায় বোরো আবাদে ব্লাস্টসহ বিভিন্ন রোগের আসঙ্খা দেখা দিলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ তাৎক্ষনিকভাবে ব্লাস্ট সহ বিভিন্ন রোগ প্রতিরোধে উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি উপ সহকারিদের সাথে নিয়ে মাঠ পর্যায়ে ছুটে চলেছে কৃষকদের পাশে। বোরো ধানের বিভিন্ন রোগ প্রতিরোধে কৃষি জমিতে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাগণ। এসময় ব্লাস্ট রোগ প্রতিরোধে ট্রুপার, ব্লাস্টিন, দিফা, স্টেন্জা ৭৫ ডঢ়, টর্নোন্ডো স্ট্রমিন, নাটিভো ৭৫ ডম, ফিলিয়া ৫২৫ এস ই, পচামিন প্লাস ২৫ এসসি, এমিস্টার টপ ৩২৫ এসসি, জাজ ৩২৫ এসি ও সেলটিমা যে কোনো একটি বালাইনাশক ঔষধ ৫ থেকে ৭ দিন পর পর অন্তত ২ বার স্প্রে করার পরামর্শ প্রদান করেন।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির জানান, আমরা উপজেলা ১৫ টি ইউনিয়ন ১ টি পৌরসভার বোরো ফসলের মাঠ পর্যায়ে জমিতে গিয়ে কৃষকদের ব্লাস্ট রোগ সহ বিভিন্ন রোগের সুপরামর্শ দিতেছে। আমাদের কাছে বিশেষ করে ব্রি-ধান ২৮ আবাদে ব্লাস্ট রোগের আশঙ্কা থাকায় এর পরিবর্তে উন্নত ৮৮ জাতের ধানের বিজ লাগানোর পরামর্শ দিচ্ছি কৃষকদের। যেহেতু ব্লাস্ট রোগ একটি ছত্রাকনাশক রোগ। তাই প্রতি মাসে ফসলি জমিতে নিয়মিত স্প্রে করার পরামর্শ প্রদান করেন। এর পাশাপাশি কৃষকদের যে কোনো কৃষি সমস্যা আমাদের অবগত করলে আমরা জমিতে গিয়ে তাদের সঠিক পরামর্শ প্রদান করবো।