আইন ও বিচাররংপুরসারাদেশ

বোদা উপজেলায় যৌথ অভিযানে দুই ইটভাটা মালিক কে জরিমানা

পঞ্চগড় জেলার বোদা উপজেলার অদ্য ১৭-০১-২০২৩ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ০২(দুই) টি ইটভাটার মালিককে ৫,৫০,০০০/-(পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা।

পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগ এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন মহোদয় ও জেলা প্রশাসন, পঞ্চগড় এর সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ফজলে রাব্বি মহোদয় অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বোদা, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগ এর সিনিয়র কেমিস্ট জনাব হাসান-ই-মোবারক উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button