বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা শহরের দলটির নিজস্ব কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এবং সেখানে আবার মিছিলটি শেষ হয়। পরে দলটির কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশের করা হয়৷
সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ও সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ সহ সকল স্তরের নেতা কর্মী।
আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস,সহ মহিলা দলের আরো নেতা কর্মী।
এসময় বিএনপির নেতারা বলেন, মানুষের কথা চিন্তা না করেই একটার পর একটা দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বাড়াচ্ছে । আর এ সময়ে হঠাৎ করেই বিদ্যুতের দাম বাড়িয়েছে। আজকে আমাদের এ বিক্ষোভ মিছিলে গণমানুষের উপস্থিতিই প্রমাণ করে এ সরকার আর বেশীক্ষণ টিকবেনা। সেই সাথে আমাদের দশ দফা দাবি আদায়ে আমরা মাঠে আছি৷