বাংলার সোনালি আর্শ পাট নিয়ে কৃষকের ভোগান্তি
বাংলারদেশের সোনালী আর্শের ফসল পাট এই পাট বাংলাদেশের বিভিন্ন কারখানায় বিভিন্ন দ্রব্য তৈরির কাজে ব্যাবহার হয়|
বিগত দিনে এই পাটের চারা মূল্যে কৃষক বিক্রি করে লাভবান হলেও এবার তার পূরোটা বিপরীত এবছর পাটের মৌসুমে পাটের দাম সঠিক থাকলেও এখন তা মূল্যহীন হয়ে পরে আছে প্রতিটি কৃষকের ঘরে।
গত মৌসুমে পাটের প্রতি মন বিক্রি হয়েছে ছয় থেকে সাত হাজার আর এবার ঐ একই পাট বিক্রি হচ্ছে এক থেকে দুই হাজার টাকা তবুও পাটের ব্যাবসাহীরা নিতে আগ্রহী নয়।একজন ব্যাবসাহী সাথে কথাবল জানতে পারি বাংলা দেশের সরকারের কয়েকটি জুটমিল বন্ধ থাকার কারণে পাটের এই দুর্দশা হয়েছে বাহিরের রাষ্ট্রের সাথে ও পাট নিয়ে সরকার কোনো চুক্তি করতে পারছেনা বলে পাটের এহেনো পরিস্থিতি তৈরি হয়েছে।সেই ব্যাবসাহী আরো বলেন আমি নিজে একজন ছোট ব্যাবসাহী হিসেবে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ্য টাকার পাট কিনে আমি নিজেই বিপাকে পরেছি। তাই আর নতুন করে কোনো পাট কিনছি না।
পাটের মৌসুমে যেসব কৃষক পাট বিক্রি করছে তারা লাভবান হয়েছে আর যারা বিক্রি করতে পারে নি তারা মূলত লোকসানের চিন্তা পরে আছে এবং বিক্রি করতে না পেরে তাদের জন জীবন ব্যহত হচ্ছে এতে করে বাংলাদেশের কৃষকের পাট চাষের অনীহা বারছে এবং সেই সাথে এই অর্থ করি ফসল সোনালী আঁশ পাট হুমকির মুখে পরছে।
প্রান্তিক কৃষকদের দাবি এই সোনালী আঁশ পাটের সঠিক তদারকি করে সঠিক মূল্য দিয়ে কৃষকদের ঘর থেকে পাট নিয়ে কৃষকদের পাট চাষে আগ্রহী করতে বলন নয়লে এই শিল্প ধ্বংসের মুখে পরবে বলে মন করছেন।