বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাত মৃত দেহ উদ্ধার
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে অজ্ঞাত নামা এক পাগলের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ বুধবার সকালে ট্রাক ড্রাইভার ও স্থানীয় লোকজন বাংলাবান্ধা স্থলবন্দরের ২ নং গেটের পূর্ব দিকে রাস্তার বিপরীত পাশে বিসিমল্লাহ ট্রেডার্স সামনে একটি মৃত দেহ পড়ে থাকতে দেখে। স্থানীয় ইউপি সদস্য মো. বুলবুলের সহায়তায় পাগল বলে সনাক্ত করেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় ৭/৮ বছর যাবত বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ঘোরাফেরা করতে ছিল। লোকজন কিছু খাবার দিলে খেতো না দিলে যেখানে সেখানে বসে থাকতো। তবে কারো কাছ থেকে কোন কিছু চেয়ে খেতেন না। তবে স্থানীয় জনশ্রুতি মতে মৃত দেহটি হিন্দু বলে জানাযায়।
তেঁতুলিয়া মডেল থানার এসআই আমানুল্লাহ জানান, আমার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছি। ডিএনএ পরীক্ষা করে তার পরিবারের কাছে হস্তান্তর করা বলে তিনি জানান।
বাংলাবান্ধা ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম জানান, এই পাগলটি দীর্ঘ দিন যাবত স্থলবন্দর এলাকায় ঘুরাফেরা করত সকালে খবর পেয়ে দেখি তার মৃত দেহ পড়ে আছে। তবে বেশ কিছু দিন ধরে পাগলটা অসুস্থ ছিল।