মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি :
বর্তমান সরকার রাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলেছে। মেরামত করা প্রয়োজন। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বিএনপি’র দাবি সমুহ বিষয়ে এক কধর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গেল ১৪ বছরে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের দেশে যখন সুষ্ঠু নির্বাচন হয় না সেখানে গণতন্ত্র আছে দাবি করা হাস্যকর বিষয়। আর সে কারণেই রাষ্ট্র কাঠামোকে মেরামত করার জন্য আমরা কিছু প্রস্তাব উপস্থাপন করেছি।
এছাড়া তিনি তথ্যমন্ত্রীকে ইঙ্গিত করে আরো বলেন, তিনি যেন তথ্যমন্ত্রী নয়,জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী। কারণ তিনি দিনরাত তথ্য মন্ত্রণালয়ের বিষয় কিংবা দেশের বিষয় নয়,সূর্যের বিরুদ্ধে না হয় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বা তারেক রহমানের বিরুদ্ধে না হয় বিএনপি’র বিরুদ্ধে বলেন। তাই তার কথা কোনো কর্ণপাত করি না আমরা।
এ সময় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলুসহ জেলা বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।