বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন স্বাভাবিক
রুবেল, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দুই মাস পর ফের বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন দেশের একমাত্র উৎপাদনশীল কয়লার খনি দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে দুই মাস বন্ধ থাকার পর কয়লা উত্তোলন শুরু হয়েছে।
নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে কয়লা উত্তোলন শুরু হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।
ওই সময় খনি কর্তৃপক্ষ জানায়, খনির কয়লা উত্তোলন বন্ধ একটি স্বাভাবিক পক্রিয়া। তবে নতুন ফেস উন্নয়ন করে কয়লা উত্তোলনে যেতে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সময় লাগবে। কিন্তু নির্ধারিত সময়ের ২০ দিন আগেই মঙ্গলবার বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেস থেকে কয়লা উত্তোলন শুরু হয়।
প্রথম দিকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার টন কয়লা উত্তোলন হবে। পরবর্তী সময়ে প্রতিদিন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টন করে কয়লা উত্তোলিত হবে বলে আশা করছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) কর্তৃপক্ষ
খনির নতুন ১১১৩ ফেসের কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা ৩ লাখ টন এবং চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত কয়লা উত্তোলন সম্ভব হবে। উত্তোলিত কয়লা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হবে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার জাগো নিউজকে বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেস থেকে ২৫ এপ্রিল সকাল ৬টায় কয়লা উত্তোলন শুরু করেছে। এ ফেস থেকে আনুমানিক চার মাস কয়লা উত্তোলন করা যাবে।