ফ্যানের সঙ্গে ঝুলছিল চিকিৎসকের মরদেহ
মো:শাহানশাহ সোহান, তেতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়: নিজ ঘরের বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিয়াজুল ইসলাম শুভ (২৭) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড় শহরের উত্তর জালাসী পাড়া থেকে পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
পঞ্চগড়ে গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছিলেন এই নবীন চিকিৎসক। উত্তর জালাসী পাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে তিনি।
২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ শেষ করে রংপুরে একটি বেসরকারি মেডিকেলে চাকরি করতেন তিনি।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শুভ গত ১৫ এপ্রিল ঈদ করতে গ্রামের বাড়ি পঞ্চগড়ে আসেন।
রোববার দুপুরে পরিবারের লোকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ বলেন। পরে দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় শুভ।
এদিকে সন্ধায় শুভকে ডাকার পরেও দরজা না খোলায় পুলিশের সহায়তায় ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দুলাল উদ্দীন।