পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পৌরসভা ও ইউনিয়ন প্রশিকা ব্যবস্থাপনায়, এান ও পৃর্নবাসন কর্মসূচীর পক্ষে প্রধান নির্বাহী জনাব মো: সিরাজুল ইসলামের পৃষ্ঠ পোষকতায় শীতার্ত গরিব ও সমাজের অবহেলিত বয়স্ক ও দূস্থ পরিবারের মাঝে এক’শত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গল বার (১০ জানুয়ারী) সকাল এগারো টায় প্রশিকা মানবিক উন্নয় কেন্দ্রর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরন করা হয় ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান,আব্দুল মালেক চিশর্তি.উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফৌরদৌস,বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের সাধার সম্পাদক রাজু আহম্মেদ মিঠু,প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রর উপ-পরিচালক কামরুজ্জামান ছামাদ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রর বিভাগীয় ব্যবস্থাপক আলহাজ উদ্দীন ,শাখা ব্যবস্থাপক প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রর দেবীগঞ্জ উন্নয়ন এলাকার সুধাংশু নাথ রায় ।এসময় বক্তাগন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের এমন কর্মকান্ড কে সাধুবাদ জানান ।