পুলিশের অভিযানে মাদক কারবারি ও জুয়াড়িসহ আটক ৪
মোঃ রাসেল মোল্লা, ষ্টাফ রিপোর্টারঃ
নড়াইলে মাদক কারবারি ও জুয়াড়িসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভার অন্তর্গত কুড়িগ্রাম থেকে পলাশ কুমার শিকদার(৩৫) কে ১৭ পিস ইয়াবাসহ আটক করে। সে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত পরিতোষ কুমার শিকদারের ছেলে।
অন্যদিকে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর দিক-নির্দেশনায় এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান এবং এএসআই(নিঃ) দীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রাম থেকে জুয়ার সরঞ্জামসহ ৩ জনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের রহিম সরদার(৪০), ইকরামুল শেখ(৩২) ও তৈয়বুর রহমান(৩২)। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক ও জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে।