পীর ও দয়াল বাবার নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা, গ্রেফতার ১
ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে পীর ও দয়াল বাবার নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা, গ্রেপ্তার ১
ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে পীর ও দয়াল বাবার নামে ফেসবুক পেজ খুলে চলতো প্রতারণার। হাতিয়ে নেয়া হতো লাখ লাখ টাকা। মোঃ সিহান কাজী(১৭) নামের এমন এক প্রতারক চক্রের মূল হোতা কে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) ঢাকা উত্তরা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ সিহান কাজী ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মোঃ দুলাল কাজীর ছেলে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই (নিঃ) ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ০৩ টি মোবাইল ফোন এবং ০১ টি সিম কার্ড জব্দ করা হয়।
সংঘবদ্ধ বিপথগামী আন্তঃজেলা এই গ্রুপটি দীর্ঘদিন যাবৎ “গরীবের বন্ধু” নামক ফেসবুক পেজ খুলে “পাগলা বাবার দরবার শরীফ, কিশোরগঞ্জ” এর নামে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপনের ভিডিও প্রচার করে আসছিল। ফলে ধর্মপ্রাণ মানুষ বিপদ থেকে উদ্ধার ও শান্তির আশায় সহজেই প্রতারণার শিকার হতো। এভাবেই মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ধর্মভীরু নারী ও পুরুষদের প্রতারণা করে আসছিল চক্রটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।