অপরাধআইন ও বিচাররংপুর

পানি ডুবিতে জমি জবরদখল করায় আনিসুর রহমানের সংবাদ সম্মেলন

পঞ্চগড় জেলা বোদা উপজেলার কাজলদীঘি কালীগঞ্জ পানিডুবি বাজারে ১৪ শতাংশ জমি জবরদখল হওয়া। থানায় লিখিত অভিযোগ করে। সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী হাজী মোঃ আনিসুর রহমান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিন বলেন। আমি ক্রয় সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবত ভোগদখল করিয়া আসিতেছি। আমি উক্ত জমাজমি ভোগদখল করা কালিন সময়ে দোকান তৈরি করে দিয়ে অনেক দিন যাবত ভাড়া দিয়া আসিতেছি।

যাহার জমির তফসীলঃ জেলা: পঞ্চগড়, উপজেলা, বোদা, মৌজা: কাজলদিঘী আরাজী, জেএল নং- ৯১. খতিয়ান নং- ৬৫ দাগ নং- ২৩২ নং দাগে ১৪ শতক জমি নালিশী বটে। ঘটনার বিবরণে প্রকাশ যে, বিবাদীগণ সন্ত্রাসী, কলহপ্রিয়, পরধনলোভী, অন্যের সম্পদ ভোগকারী, হামলাকারী, দাঙ্গাবাজ, ভূমি দস্যু, মামলাবাজ এবং আইন অমান্যকারী ব্যক্তি বটে। বিবাদীগণ আইন গর্হিত কাজ করতে মোটেও দ্বিধাবোধ করে না। এমতাবস্তা, বর্তমানে উক্ত জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় বিবাদীগণ তফশীল বর্ণিত জমা-জমি ভয়তীতি হুমকি ধামকি প্রদর্শন পূর্বক গায়ের জোরে জবর দখল করিয়া আমাকে উচ্ছেদ করিয়া দেওয়ার পায়তারা ও ষড়যন্ত্র করিয়া আসিতে থাকে। বিবাদীগণ ইতিপূর্বেই আমাকে হুমকি প্রদর্শন করিয়া বলে যে, যে কোন প্রকারে তোমার জমি জবরদখল করিয়া ছাড়িব তোমার যা ইচ্ছা তাহাই করিতে পার। এমতাবস্থায়, ঘটনার দিন অর্থাৎ গত 26/03/2013 ইং তারিখ, রোজ রবিবার, সময় অনুমান রাত ০৯.০০/০৯.৩০ ঘটিকার সময় উপরোক্ত সকল বিবাদীগনসহ অজ্ঞাত নামা আরোও ৫/৭ জন যোগসাজোসে বে-আইনী জনতা দলবদ্ধ হইয়া হাতে লাঠি, লোহার রড, ধারালো ছোরা, রাম দা সহ প্রতীক দেশীয় অস্ত্র সস্ত্রে সুসজ্জিত হইয়া আমার ভোগদখলীয় সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করিয়া গেলে সেই সময় উপরোক্ত মোঃ মনোয়ার হোসেন(৪০)তার দলবল লোকজনদের হুকুম দিয়া বলে যে, শালা আনিসুর রহমান আমাদের কাজে বাধা প্রদান করিতে আসিয়াছে তাকে জীবনে ক্ষতম করিয়া দিয়া উচ্চ জমির সাধ চিরতরে মিটাইয়া দাও। উক্ত হুকুম পাওয়া মাত্র বিবাদীগণ আমার দিকে এগিয়ে আসতে থাকে। সেই সময় আমি প্রাণে ভরে ঘটনাস্থল হইতে চলিয়া আসি। সেই সুযোগে উপরোক্ত সকল বিবাদীগণ আমার দেওয়া দোকান ভাড়াটিয়াট গোডাউন ভাংচুর করিয়া গোডাউনের ভিতরে থাকা অনুমান ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা ক্ষতি সাধন করে। আমি উক্ত ঘটনা সম্পর্কে স্থানীয় লোকজনকে অবগত করিলে তাহারা আমাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন। এমতাবস্থায়, আমি কোন উপায় না পাইয়া অত্র অভিযোগখানা বোদা থানায় প্রেরন করি। উল্লেখ্য যে, বিবাদীগণ যে কোন সময় তফশীল বর্ণিত জমা-জমি গায়ের জোড়ে জবর দখল করিতে পারে। আমি এই সংবাদ সম্মেলনে আমার সুষ্ঠু বিচারে দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button