পাঁচবিবিতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পাশে দাঁরালেন হুইপ স্বপন
মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (জয়পুরহাট):
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের কেশবপুর আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রামে) ১০ টি ঘরে আগুনে নিঃশ্বহ হয়ে যাওয়া পরিবারের পশে দাঁড়ালেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহান জাতীয় সংসদের হুইপ,জয়পুরহাট ২ আসনের মাননীয় সাংসদ জননেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
প্রতিটি পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা,২০ কেজি চাল,আলু ও ডাল রান্নার মসলাদি,একজোড়া মুরগী,শাড়ি,লুঙ্গি ও কম্বল প্রদান করেন। সেই সাথে প্রতি পরিবারকে ২(দুই) বান্ডেল টিন দেওয়ার ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব পাঁচবিবি উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন,জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, আয়মা রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল আলম বেনু,আয়মা রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মিল্টন।